
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার রাতে কলকাতার পার্ণশ্রী এলাকায় বাবা এবং মেয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে—সজন দাস (৫৩) এবং তাঁর মেয়ে সৃজা দাস (২২), তাঁরা দক্ষিণ ২৪ পরগনার রামেশ্বরপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, সৃজা দাস অটিজমে আক্রান্ত ছিলেন এবং জন্ম থেকেই ধারাবাহিক ওষুধ সেবন করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, সজন দাস মেয়ের শারীরিক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন এবং তাঁর চিকিৎসার খরচ বহন করতে করতে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শুক্রবার রাতে সজন দাস ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ তাঁদের কর্মস্থল থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে সজন দাস তাঁর মেয়েকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। বেলা ১:১৫ টার সময় তিনি তাঁর স্ত্রীকে ফোনে জানান যে তাঁরা হাসপাতালে পৌঁছেছেন। তবে এরপর অনেকবার ফোন করলেও কোনো সাড়া না পাওয়ায় তাঁর স্ত্রী উদ্বিগ্ন হয়ে এক বন্ধুকে ঘটনাস্থলে পাঠান।
বন্ধু, রঞ্জিত কুমার সিং, ঘটনাস্থলে গিয়ে দরজা বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা খোলার পর তিনি তাঁদের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এবং তৎক্ষণাৎ সজন দাসের স্ত্রীকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪